চুয়াডাঙ্গা
জীবননগর পৌর মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন করলেন নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম
চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌর সভার নবনির্বাচিত পরিষদের পরিচিত ও দায়িত্ব ভার গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার জীবননগর পৌর সভার আয়োজনে দুপুর সাড়ে ১২ টার সময় জীবননগর পৌর সভার মেয়র হাজী নোয়াব আলীর সভাপতিত্বে পৌর সভার হল রুমে অনুষ্ঠানিক ভাবে নব-নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের হাতে পৌর সভার সমস্থ দায়িত্ব ভার হস্তন্তর করেন ।সাবেক পৌর মেয়র হাজী নোয়াব আলী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোঃ আঃ লতিফ অমল ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ ,নব-নির্বাচিত ১নং ওর্য়াড কাউন্সিলর আপিল উদ্দিন ,২নং ওর্য়াড কাউন্সিলার সাইদুর রহমান,৩নং ওয়াড কাউন্সিলার সাংবাদিক আতিয়ার রহমান ,৪নং ওর্য়াড কাউন্সিলার সোয়েব আহম্মেদ অজ্ঞন ,৫নং ওর্য়াড কাউন্সিলার খন্দকার আলী আজম ,৬নং ওয়াং কাউন্সিলার আবুল কাশেম ,৭নং ওর্য়াড কাউন্সিলার ওয়াসিম রাজা, ৮নং ওর্য়াড কাউন্সিলার হযরত আলী ,৯নং ওর্য়াড কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলার বিউটি খাতুন,পরিছন বেগম ও রিজিয়া খাতুন উথুলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান ,রায়পুর ইউপি চেয়ারম্যান ,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি বজলুর রহমান উথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন , এদিকে পরিচিত সভা শেষে পৌর বাসীদের সঙ্গে একটি মুক্ত মজ্ঞে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জীবননগর বাজার কমিটির সভাপতি কাজী সাইফুর রহমান বাবলা ,নজরুল মেম্বার, শিক্ষক আঃ সামাদ যুবলীগ নেতা শরিফুল ইসলাম ছোট বাবু,মজিবার রহমান ,ফয়সাল ইকবাল ,শাওন ,তুষার ,শরিফুল ইসলাম প্রমুখ এদিকে অনুষ্ঠান শেষে এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ।উক্ত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মুন্সী আবু সাইফ ।
মোঃ মিঠুন
জেটিভি চুয়াডাঙ্গা প্রতিনিধি
০১৯২২৩০৯২৯৯
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সর্বধর্মীয় সম্মেলন
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস