জুটিবদ্ধ হলেন রিয়াজ ও তিশা
আবারও জুটিবদ্ধ হলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও ছোটপর্দার প্রিয়মুখ তিশা। লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদেরে পরিচালনায় ‘তুমি আছো তুমি নেই’ টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এতে দেখা যাবে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী সুবহার চায়ের মধ্যে বিষ মিশিয়ে রেখে অফিসে চলে যায় ফারহান। এক পর্যায়ে তার কাছে মনে হয়, কাজটা ঠিক হয়নি। কিছুক্ষণ পরে গাড়িতে বসে হঠাৎ পকেটের মধ্যে একটা চিরকুট আবিষ্কার করে সে। সুবহা তার উদ্দেশ্যে লিখেছে, আমি আমার সমস্ত ভুলগুলো শুধরে নতুন করে জীবন শুরু করতে চাই। ফারহান ছুটে আসে বাসার দিকে কিন্তু ততক্ষণে সুবহা বিষ পান করে অচেতন- এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্মটি। ৯ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে টেলিফিল্মটি।