Connecting You with the Truth

জ্যাকলিনের হিন্দিতে উন্নতির কারণ

বিনোদন ডেস্ক:09_kick actress jacqline

শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ যে ভালো করে হিন্দি বলতে পারেন না এ কথা তো সবারই জানা। তবে সালমান খানের সাথে ‘কিক’ সিনেমায় অভিনয়ের সময় তিনি যে পুরো ডাবিং নিজেই করেছেন, তা কী করে সম্ভব হল। এর উত্তর অবশ্য তিনি নিজেই দিয়েছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে এক ইভেন্টে জিজ্ঞেস করা হয় তার ক্যারিয়ারে আদৌ কি কোনো পরিবর্তন এসেছে সালমান খানের সাথে অভিনয়ের পরে। অকপটে তিনি জবাব দেন, তার হিন্দি কথা বলা অনেকটা ভালো হয়েছে সালমানের সাথে কাজ করার পরে। ‘কিক’ সিনেমার প্রোমোশনের সময় সালমান নাকি তাকে সব ইন্টারভিউয়ের সময় আগে ঠেলে দিতেন। এবং সালমানের দৃঢ় নির্দেশ ছিল, জ্যাকলিন কোনো অবস্থাতেই এইসব সাক্ষাৎকার দেয়ার সময় ইংলিশে কথা বলবেন না, বরং হিন্দিতে বলবেন। আর তাই তো জ্যাকলিনের চোখে সালমান অনেক অনুপ্রেরণাদায়ক। সালমানের কারণেই নাকি জ্যাকলিনের মনে হয় এই ইন্ডাস্ট্রিতে তার নতুন সূচনা হয়েছে। উল্লেখ্য, জ্যাকলিনের নতুন সিনেমা ‘রয়’, ফেব্র“য়ারিতে মুক্তি পাবে।

Comments
Loading...