জয় ছাড়া কোন পথ নেই ভারতের
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া সামনে আর কোন পথই খোলা নেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত ম্যাচে ইংলিশরা হেরে ভারতের জন্য কিছুটা হলেও সম্ভাবণা তৈরি করে দিয়েছে। সিরিজে টিকে থাকতে হলে সেই সম্ভাবণাকে কাজে লাগিয়ে বাকি সবকটি ম্যাচেই জয় তুলে নিতে হবে মহেদ্র সিং ধোনিদের। সিরিজে এ পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে দুইবার এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে ভারত। তিনটির সবকটিতে হেরে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার সবার নিচে অবস্থান করছে দলটি। অন্যদিকে তিন ম্যাচের সবকটিতে জিতে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। আর সমান সংখ্যক ম্যাচ খেলে একটিতে জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে আছে আরেক সফরকারী ইংল্যান্ড। ইংলিশদের একমাত্র জয়টি আবার টেবিলের নিচে থাকে ভারতের বিপক্ষে। মোট পরিসংখ্যান হিসেব করে তাই জয় ছাড়া অন্য কোন উপায় নেই ভারতের সামনে। এত কিছুর পরও গোটা কয়েক দুসংবাদ আছে খাদের কিনারে নামা ভারতের জন্য। গত তিন ম্যাচের তিনটিতেই ধারাবাহিকভাবে হেরে তাদের আত্মবিশ্বাস বলতে গেলে শূণ্যের কোঠায়। তাছাড়া ধারাবাহিকভাবে জিতে চলেছে ফাইনাল নিশ্চিত করে ফেলা অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে তাই অস্ট্রেলিয়াকে হারানো কতটা সম্ভব হবে সেটা অবশ্যই দু:চিন্তায় রাখবে ভারতকে। অন্যদিকে সামনের ম্যাচটি ধোনিদের খেলতে হবে ওয়ানডে ক্রিকেটে ২টি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত শর্মাকে ছাড়াই। আশানুরূপ পারফরমেন্স না দেখাতে পারায় স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে তাকে। তবে অন্য সুরে আছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাম্প্রতিক এই পরিসংখ্যান নিয়ে মোটেই বিচলিত ভারত কান্ডারি। রোহিত শর্মাকে ছাড়া খেলতে কোন সমস্যা হবে না বলে রবিবার সংবাদ সম্মেলনে জানান তিনি। এমনকি তাদের বর্তমান এই পারফরমেন্স বিশ্বকাপে কোন প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন ভারতের সবচেয়ে সফল এ ক্যাপ্টেন। ভারত সর্বশেষ ধারাবাহিকভাবে তিন ম্যাচে হেরেছিল ২০১২ সালের ফেব্রুয়ারিতে। সেটাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে এই ত্রিদেশীয় সিরিজেই। তাই সব হিসাব-কিতাব শেষে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে হারাতে পারলেই জর্জ বেইলিদের সাথে ফাইনাল খেলার সুযোগ পাবে ভারত। নচেৎ জায়গাটা ইংলিশদেরই ছেড়ে দিতে হবে মহেদ্র সিং ধোনিদের।