Connecting You with the Truth

ঝিনাইদহে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কানুহরপুর গ্রাম থেকে জুথি খাতুন (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ১ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুথি খাতুন ওই গ্রামের রুবেল হোসেনের স্ত্রী ও সদর উপজেলার বেতাই চন্ডিপুর গ্রামের আরশাদ আলীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, জেলার সদর উপজেলার কানুহরপুর গ্রামে শশুর বাড়িতে নিজ ঘরে জুথি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকেই নিহতের শশুর বাড়ির সকলেই পলাতক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা করা হয়নি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...