Connecting You with the Truth

টুঙ্গীপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

1417673854-48135-14652জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়া আসছেন।  সকাল ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী একান্তু সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো এক চিঠিতে একথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, টুঙ্গীপাড়া পৌঁছানোর পর তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় শিশু সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।

পরে একই স্থানে বইমেলার উদ্বোধন করবেন তিনি। দুপুরে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ার বঙ্গবন্ধু ভবনে নামাজ আদায় ও মধ্যাহ্ন বিরতি নেবেন। বেলা ৩টায় তিনি টুঙ্গীপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

Comments
Loading...