Connecting You with the Truth

টেকনাফে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতাকে আটক

এম আর মিলন(ব্যুরো প্রধান,চট্টগ্রাম) :

‎গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকে বিকাল ৫ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশী চালিয়ে শীর্ষ মানব পাচারকারী চক্রের মূল হোতা, একাধিক মামলার আসামি কুখ্যাত আব্দুল আলী (৫০) কে আটক করা হয়।

‎আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন যাবত রোহিঙ্গা এবং বাংলাদেশ নাগরিকদের অপহরণ করে আসছিল। পরবর্তীতে অর্থের বিনিময়ে তাদের মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচার করা হয়।

‎তিনি আরও বলেন, আটককৃত মানব পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন‌্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.