Connecting You with the Truth

টেকনাফে ৮০ হাজার ইয়াবা আটকের ঘটনায় ৪টি মামলা

টেকনাফ প্রতিনিধি, কক্সবাজার:
টেকনাফ মডেল থানার পুলিশ কর্তৃক পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ও ৩৩০ ক্যান বিদেশি বিয়ারসহ চার জনকে আটকের ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ধৃতদেরসহ আরো ১১ জনকে পলাতক আসামী করে মোট ১৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে থানা পুলিশ। এজাহার সূত্রে জানা গেছে, টেকনাফ পৌরসভার নাইট্যংক পাড়ার বাসিন্দা আবদুর রহমানের বাড়িতে ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদের খবর পেয়ে (ওসি) মো. আতাউর রহমান খন্দকারের নেতৃত্বে এস.আই সানাউল ইসলাম ও এ.এস.আই আমিনুলসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ মা ও ছেলে দুইজনকে আটক করা হয়। তারা হল, নাইট্যং পাড়ার আবদুর রহমানের ছেলে কামাল হোসেন (২৫) ও তার মা নূর আয়েশা। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আরো আটজনকে পলাতক আসামী করে একটি মামলা রুজু করে। পলাতক আসামীরা হল টেকনাফ পৌরসভার নাইট্যংক পাড়ার নূরুল ইসলাম মেম্বারের ছেলে কাউছার (২৮), আবদুস সালামের ছেলে আবদুর রহমান (২৮), কালা মিয়ার মেয়ে হালিমা খাতুন (২২), একই এলাকার মৃত আবুল কালামের ছেলে রাজীব (২২), জিয়া (৩২), এমরান (১৯) ও সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার আবদুল করিমের ছেলে রফিকুল আলম (২৫), দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার আমির হামজার ছেলে শামসুদ্দিন প্রকাশ কালু (২৮)। অন্যদিকে ভোর রাতে একই এলাকায় থানা পুলিশের এস.আই আলমগীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৩৩০ ক্যান বিয়ারসহ আবদুল কাদের এর ছেলে আবদুর রহমান (১৮) কে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ধৃত আসামীসহ তিনজনকে পলাতক দেখিয়ে অপর একটি মামলা রুজু করে। পলাতক আসামীরা হল, নাইট্যংক পাড়ার আবদুল কাদেরের ছেলে আবদুল হামিদ (৩০), মকবুল আহমদের ছেলে আবু তাহের (৩০) ও বার্মাইয়া সৈয়দ আলম(২৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবার সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না, আসামীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনার জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Comments
Loading...