টেনিস জগতে নতুন বাউচার্ড
স্পোর্টস ডেস্ক:
টেনিসের সঙ্গে গ্লামারের একটা যোগসূত্র আছে। সুন্দর মুখশ্রী সঙ্গে একটু দক্ষতা, ব্যাস টেনিস জগতে লাইম লাইটে আসা তার জন্য কষ্টকর নয়। কুর্নিকোভা, মারিয়া শারাপোভা, আনা ইভানোভিচ এর জ্বলন্ত উদাহরণ। কুর্নিকোভা শুধু গ্লামার দিয়েই আলোড়ন তুলেছিলেন শুরুর দিকে। তবে শারাপোভা ও ইভানোভিচ এখনও টিকে আছেন সাফল্যের জোড়ে। সম্প্রতি টেনিস দুনিয়া আরেক গ্লামার গার্লের আবির্ভাব হয়েছে। নাম তার ইউজেন বাউচার্ড। সুন্দর চেহারার সঙ্গে কোর্টেও দুরন্ত গতি। সব মিলিয়ে কানাডিয়ান এই লাস্যময়ী তরুণীকে নিয়ে বেশ আলোচনা মিডিয়ায়। অস্ট্রেলিয়ান ওপেন টেনিসে নিজের আলো বেশ ভালোমতোই ছড়াচ্ছেন ২০ বছর বয়সী বাউচার্ড। তরতর করে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। দক্ষতার সঙ্গে উঠে এসেছেন চতুর্থ রাউন্ডে। রড লাভের অ্যারেনায় শুক্রবার বাউচার্ড তৃতীয় রাউন্ডের ম্যাচে উড়িয়ে দিয়েছেন ক্যারোলিন গার্সিয়াকে। বাউচার্ড জিতেছেন সরাসরি সেটে (৭-৫, ৬-০)। যদিও এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড¯¬ামের দেখা পাননি বাউচার্ড। তবে গত বছরটা মনে রাখার মতো। অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনে উঠেছিলেন সেমিফাইনাল পর্যন্ত। আর উইম্বলডন ওপেনে উঠেছিলেন ফাইনালে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে কতদূর আগাবেন তিনি? অন্যদিকে পুরুষ এককে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দশম বাছাই গ্রিগোর দিমিত্রভ ও মার্কো বাঘদাতিসের। পাঁচ সেটের ধুন্ধুমার লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী দিমিত্রভ (৪-৬, ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৩)। ফলে বিদায় নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন বাঘদাতিস। চতুর্থ রাউন্ডে উঠে আসতে বাঘদাতিসের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা লড়াই করতে হয়েছে দিমিত্রভকে। পরবর্তী রাউন্ডে এই বুলগেরিয়ান মুখোমুখি হবে স্কটিশ অ্যান্ডি মারের।