Bangladesherpatro.com

ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি চালুর দাবিতে লক্ষীপুরে স্মারকলিপি প্রদান

রুবেল হোসেন,লক্ষীপুর: ডিপ্লোমা-ইন-মেডিকেল টেকনোলজি (কমিউনিটি হেলথ সার্ভিসেস) কোর্স চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লক্ষীপুরে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন মোস্তফা খালেদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এরআগে সিভিল সার্জন কার্যালয় এলাকায় ওই নেতাকর্মীরা একটি র‌্যালী বের করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা এএইচএম ফারুক, স্বাস্থ্য পরিদর্শক আবুল বাসার, হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা সভাপতি কামাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি জামাল উদ্দিন, রামগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক আজিজ উল্যাহ সেলিম, কমলনগর উপজেলা মাকছুদুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.