ডিসিসি নির্বাচন: সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ, কবরী ও সালাম
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ, সারাহ বেগম কবরী ও আব্দুস সালাম। বৃহস্পতিবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আব্দুস সালামের মনোনয়ন প্রত্যাহার করেন তার প্রস্তাবকারী মনিরুল ইসলাম খান। উত্তর থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন ববি হাজ্জাজ ও সারাহ বেগম কবরী।
এদিকে, সিটি নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। চূড়ান্ত তালিকা প্রকাশের পর আগামী কাল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।