ঢাকা দক্ষিণে-খোকন পেলেন ইলিশ, আব্বাসের মগ এবং উত্তরে আনিসুলের টেবিল ঘড়ি, তাবিথের বাস
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আনিসুল হক টেবিল ঘড়ি প্রতীক, তাবিথ আউয়াল পেয়েছেন বাস প্রতীক। ঢাকা দক্ষিণের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সাঈদ খোকন পেয়েছেন ইলিশ মাছ প্রতীক, মির্জা আব্বাস পেয়েছেন মগ প্রতীক। শুক্রবার সকাল ৯টা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।
এছাড়াও উত্তরে সিটি করপোরেশনে মেয়র পদে জাসদ সমর্থিত প্রার্থী নাদের চৌধুরী পেয়েছেন ময়ূর প্রতীক, বিএনএফ সমর্থিত প্রার্থী এ ওয়াই এম কামরুল ইসলাম পেয়েছেন ক্রিকেট ব্যাট, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল পেয়েছেন চরকা প্রতীক, বামপন্থি নেতা জুনাইদ সাকী পেয়েছেন টেলিস্কোপ প্রতীক। দক্ষিণে মেয়র পদে সহিদুল ইসলাম পেয়েছেন বাস প্রতীক, এ এফ এম আকরাম পেয়েছেন ক্রিকেট ব্যাট প্রতীক। এবছর তিনটি পদের প্রার্থীদের জন্য ৩৪টি প্রতীক সংরক্ষণ করা হলেও প্রার্থী বেশী হওয়ায় নতুন প্রতীক সংযুক্ত হচ্ছে।
এজন্য প্রাথমিকভাবে ৩০টি প্রতীক বাছাই করেছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা। মেয়র পদের জন্য ১২টি প্রতীক, সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য ১০টি, সাধারণ কাউন্সিলর পদের জন্য ১২টি প্রতীক পৃথক করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। প্রার্থী বেশী হওয়ায় নির্বাচন পরিচালনা বিধি অনুযায়ী নতুন প্রতীক যোগ হচ্ছে। ঢাকা উত্তরের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য ১৯ জন এবং ঢাকা দক্ষিণের জন্য ২৪জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে।