ডিসিসি নির্বাচন মিন্টু-পিন্টুর মনোনয়ন বাতিল
ঢাকা সিটি নির্বাচনে আপিলের শুনানিতে আবদুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শুনানির পর প্রথমে আবদুল আউয়াল মিন্টু ও পরবর্তীতে নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ব্যাপারে এ আদেশ দেয়া হয়।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় শুনানি শুরু হয়। এতে অংশ নিতে আবেদনকারীরা হাজির হন। আবদুল আওয়াল মিন্টুর মনোনয়ন বিষয়ে দীর্ঘ শুনানি শেষে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়। আগামী ৮ এপ্রিল পর্যন্ত এ শুনানি চলবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।
।