ঢাকায় অপহৃত ব্যবসায়ী নেত্রকোনায় উদ্ধার, আটক ১
নেত্রকোনা প্রতিনিধি:
ঢাকার পল্লবী থেকে অপহৃত ব্যবসায়ী হাজী মো. মজিবুর রহমানকে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ শুক্রবার রাতে পশ্চিম লেঙ্গুরার গোড়াগাঁও থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী গোড়াগাঁও গ্রামের মরম আলীর ছেলে মাসুদ রানাকে আটক করে পুলিশ।
জানা গেছে, ঢাকার পল্লবী ব্লক- ৮, মিরপুরের বাসিন্দা ব্যবসায়ী মো. মজিবুর রহমানকে মাসুদ রানাসহ কয়েক অপহরণকারী গত ১১ মার্চ কৌশলে অপহরণ করে। অপহরণকারীরা মজিবুরের পরিবারের কাছে মোবাইলে কয়েক দফা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকার জন্য তাকে মারধর করে অপহরণকারীরা। এ ব্যাপারে পল্লবী থানায় মামলা হলে কলমাকান্দা থানা পুলিশ মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে শুক্রবার রাত ৯টার দিকে সীমান্তবর্তী কলমাকান্দার গোড়াগাঁও থেকে অপহৃত মজিবুর রহমানকে উদ্ধার ও অপহরণকারী মাসুদ রানাকে আটক করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির আহমেদ বলেন, মুক্তিপণের দাবিতে ব্যবসায়ী মজিবুর রহমানকে অপহরণ করা হয়। কয়েক দফায় কিছু টাকাও আদায় করে অপহরণকারীরা। মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অপহৃতকে উদ্ধার করা হয়েছে।