Bangladesherpatro.com

ঢাকা বনফুল গ্রিন লিও ক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক রিসাত

6

মানবসেবা এবং নেতৃত্ব গঠনের লক্ষ্যে ঢাকা বনফুল গ্রিন লিও ক্লাবের ২০২১-২২ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের (২০১৭-১৮ সেশন) শিক্ষার্থী লিও মো. সোহেল। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের (২০১৭-১৮ সেশনের) শিক্ষার্থী লিও রিসাত রহমান স্বচ্ছ।

মঙ্গলবার (২০ জুন) লিও ডিসট্রিক্ট ৩১৫, বি২ এর ভাইস প্রেসিডেন্ট লিও মীর হোসেন মাসুদের উপস্থিতিতে ২০২১-২২ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ক্লাব উপদেষ্টা হিসেবে আছেন লায়ন মনির হোসাইন।

এছাড়া সহ-সভাপতি-১ লিও সুমাইয়া বিনতে তাহের ইরা, সহ-সভাপতি-২ লিও মশিউর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডমিন লিও ইসরাত জাহান লিমু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রজেক্ট লিও শাহ মুহাম্মদ শরফুদ্দিন ও ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে লিও তমা ইসলামসহ মোট ১৮টি পদে ২৭ জন লিও নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ২০১০ সালে ঢাকা বনফুল গ্রিন লিও ক্লাব স্পন্সরড বাই লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুল গ্রিন যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন মানবসেবামূলক ও সামাজিক কাজে অংশগ্রহণ করে আসছে‌ সংগঠনটি।

উল্লেখ্য, ঢাকা বনফুল গ্রিন লিও ক্লাব ইন্টারন্যাশনাল লিও ক্লাবের ডিসট্রিক্ট ৩১৫ বি২ এর অধীনস্থ একটি লিও ক্লাব। লিও ক্লাব লায়ন্স ক্লাবের ফান্ডের উপর নির্ভরশীল। লিও শব্দের অর্থ হলো নেতৃত্ব, দক্ষতা, সুযোগ। লিও তরুণদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব বিকাশে সহযোগিতা করে। লিও ক্লাবের সদস্যরা লিও নামে পরিচিত। তারা সমাজে স্বাস্থ্য সেবা প্রদান, দারিদ্র্য বিমোচন,আত্ম উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজ করেন।

Leave A Reply

Your email address will not be published.