Connecting You with the Truth

তাজিকিস্তানে সংঘর্ষে নিহত ১৭, উপমন্ত্রী বহিষ্কৃত

1441426157তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং এর বাইরের একটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনায় ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে আটজন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসকে মদদ দেয়ার দায়ে দেশটির প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল আদুহালিম ‍নাজারজোদাকে বহিষ্কার করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন ও দুশানবের কাছে ভাদত শহরে অভ্যন্তরীণ সম্পর্ক বিষয়ক বিভাগের ভবনে এ সংঘর্ষ হয়। রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ওই বিবৃতির বরাত দিয়ে শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের একটি সংগঠিত দল সকালে রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন ও ভাদতের অভ্যন্তরীণ সম্পর্ক বিভাগের ভবনে হামলা চালায়। এসময় তাদের প্রতিরোধে এগিয়ে আসে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের গুলিতে আট পুলিশ সদস্য নিহত হন। কয়েকজন সন্ত্রাসীও নিহত হন। তবে, সন্ত্রাসীরা বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অস্ত্র-সরঞ্জাম লুটে নেয়।

বিবৃতিতে প্রতিরক্ষা উপমন্ত্রী জেনারেল আদুহালিম ‍নাজারজোদাকে সন্ত্রাসবাদের নেতা বলে অভিযুক্ত করে বলা হয়, তার নেতৃত্বাধীন সন্ত্রাসীরা অস্ত্র-সরঞ্জাম লুটপাট করে নিকটস্থ রোমিত জর্জ এলাকার দিকে পালিয়ে গেছে। অবশ্য সরকারি বাহিনী তাদের খুঁজছে।

Comments
Loading...