Connecting You with the Truth

তিন বছর পর বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২ নারীসহ ৩ বাংলাদেশী

benapolকামাল হোসেন, বেনাপোল: ভারতে পাচার হওয়া ২ নারীসহ ৩ বাংলাদেশী শিশু দীর্ঘ তিন বছর পর ভারত সরকারের দেয়া বিশেষ রিপ্রেজেন্টটেটিভ এর মাধ্যমে সোমবার সন্ধ্যায় হরিদাসপুর বিএসএফ সদস্যরা বেনাপোল বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেছে। দেশে ফেরত আসারা হলো খুলনার কয়রা উপজেলার নওয়াব আলী গাজির ছেলে সাইফুল গাজি(১২),নওয়াবের স্ত্রী রাশিদা বিবি (৩৫),বাগেরহাটের মোড়লগঞ্জ খোকন ফকিরের ২ মেয়ে বর্ষা খাতুন (১৩) ও নার্গিস খাতুন (১৪) এবং নীলফামারির জলঢাকা এলাকার মৃত ইজ্জদ আলীর মেয়ে হালিমা খাতুন (২৪)।
চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের নায়েব কমান্ডার সুবেদার ওয়াফি জানান,দেশে ফেরত আসা বাংলাদেশি নারী-শিশুরা দালালের যোগসাজসে ৩ বছর আগে সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যায়।ভারতের কলকাতায় রেলষ্টেশন এলাকায় ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করে।পরে জেল থেকে লিলুয়া শেল্টার হোম নামের একটি এনর্জিও তাদের মুক্তি করে নিজেদের হেফাজতে রাখে।

ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে এক পর্যায়ে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।পরে ভারত সরকারের দেয়া বিশেষ “রিপ্রেজেন্টটেটিভ এর মাধ্যমে সোমবার সন্ধ্যায় এদের দেশে ফেরত আনা হয়। বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার পর। সেখানে আইনি প্রক্রিয়া শেষে মহিলা আইনজীবি সংস্থা যশোর তাদের গ্রহন করে নিজ নিজ অভিভাবকেদের নিকট হস্তান্তর করবে।

Comments
Loading...