Connecting You with the Truth

থাইল্যান্ড সীমান্তে কম্বোডিয়ার রকেট হামলা

ডেস্ক রিপোর্ট :

সীমান্তে কিছু জায়গা নিয়ে কম্বোডিয়া ও থাইল্যান্ড এর মধ্যে সংঘাত বেশ পুরোনো। কিন্ত হঠাত করেই সেটা ছোটোখাটো যুদ্ধে রূপ নিয়েছে। কম্বোডিয়া তাদের BM-21 grad class রকেট আর্টিলারির মাধ্যমে থাইল্যান্ডে হামলা করে। এর ফলে থাইল্যান্ডের কমপক্ষে 11 জন হতাহত হয়। এর জবাবে থাইল্যান্ড তাদের F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় হামলা চালিয়েছে।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার সামরিক শক্তির তুলনা করলে থাইল্যান্ড অনেক অনেক এগিয়ে। কলোম্বিয়ার তো Air force ই নাই। সেই তুলনায় থাইল্যান্ডের আছে 11 টি Gripen, 47 টি F-16 , 33 টি F-5, 12 টি T-50 golden eagle. 2 টা AEW&C . আরো অনেক বিমান রয়েছে।
সেই তুলনায় কম্বোডিয়ার বলতে গেলে কিছুই নাই।

কম্বোডিয়া হঠাত করেই একটু লাফিয়ে উঠার পেছনে কাদের ইন্ধন আছে বুঝা মুশকিল। কম্বোডিয়ার একটা জায়গায় উল্লেখযোগ্য শক্তি আছে। সেটা হলো তাদের আছে 381 টা MLRS System. যদিও এর মধ্যে 98% soviet BM-21 GRAD এর কপি ভার্সন। সব 122 মিমি Unguided . শুধু 6 টি 300 মিমি PHL-03 System আছে। এগুলো দিয়েই মূল হামলা করছে তারা। কিন্ত থাইল্যান্ডের বিশাল Air force এর হামলা তারা কিভাবে মোকাবিলা করবে সেটা চিন্তার বিষয়।

চিন্তার বিষয় কারণ আমাদের Air force এর অবস্থাও এরকম ই।

Leave A Reply

Your email address will not be published.