Connecting You with the Truth

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বাজেটে অধিক বরাদ্দের দাবি

খুলনা প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে বাজেটে অধিক অর্থ বরাদ্দের দাবি জানিয়ে মানববন্ধন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।
গত কাল দুপুর ১২টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী জাতীয় বাজেটে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে অর্থ বরাদ্দ রাখতে হবে। অন্যথায় খুলনাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উন্নয়ন কমিটির সহ-সভাপতি লোকমান হাকিমের সভাপতিত্বে ও যুগ্ম-মহাসচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জাসদ নেতা খালিদ হোসেন, ন্যাপ নেতা তপন কুমার রায়, নারী নেত্রী অ্যাডভোকেট অলোকানন্দা দাস, এসএম সোহরাব হোসেন, মহিউদ্দিন আহমেদ, কবি রুহুল আমিন সিদ্দিকি, শেখ আইনুল হক, শরীফ মিজানুর রহমান, ডা. মো. নাসির উদ্দিন, সাংবাদিক শেখ আব্দুল্লাহ, নূর মোহাম্মদ টেনা, এস এম শরিফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীতকরণ, আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু, জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বৃহত্তর খুলনার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল বৃদ্ধিসহ আসন্ন জাতীয় বাজেটে অর্থ বরাদ্দেরও দাবি জানানো হয়।

Comments
Loading...