Connecting You with the Truth

দাকোপে শিশুকন্যা ধর্ষণের ঘটনায়,দুইজন গ্রেফতার।

দাকোপ(খুলনা)প্রতিনিধি
দাকোপের বাজুয়া কচা গ্রামে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণীর এক শিশুকন্যা। ঘটনার দুইদিন পর স্থানীয়দের সহযোগীতায় পুলিশ বুধবার এজাহার ভুক্ত দুই ধর্ষককে আটক করেছে।
দাকোপ থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়,উপজেলার বাজুয়া ইউনিয়নের বাজুয়া কচা গ্রাম এলাকায় গত ৬ এপ্রিল সোমবার সন্ধায় স্থানীয় এক বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্টান চলছিল। ওই ধর্মীয় অনুষ্টানে বাজুয়া কচা গ্রামের জনৈক ব্যক্তির ৯ বছরের শিশু কন্যা যোগদেয়। রাত ৮টার দিকে একই এলাকার বাসিন্দা বিনয় মন্ডলের পুত্র রনজিত মন্ডল এবং নির্মল মন্ডলের পুত্র ঈশান মন্ডল ওই শিশু কন্যাকে গোপনে ডেকে বলে তোমার মা তোমাকে বাড়ি ডাকছে। এ কথা শুনার পর শিশুকন্যাটি তাদের সাথে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। পথিমধ্যে পার্শ্ববর্তী একটি খড়কুটা গাদার আড়ালে শিশু কন্যাটিকে নিয়ে তার মুখ চেপে ধরে উল্লেখিত লম্পটরা তাকে পালাক্রমে ধর্ষণ করে চলে যায়। রাত আনুঃ সাড়ে ৯টায় শিশু কন্যাটি অসুস্থ্য অবস্থায় কোন রকমে বাড়ি ফিরে তার বাবা মাকে বিষয়টি জানায়।তাকে স্থানীয় চিকিৎসক সমীর মন্ডলের কাছে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। এ বিষয়ে ধর্ষিতার মা বাদী হয়ে দাকোপ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। যার মামলা নং- ৩ তারিখ ০৮/০৪/১৫। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় বাজুয়া ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Comments
Loading...