দিনাজপুরে অস্ত্র উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলায় সন্দেজভাজন চোরাকারবারীদের ধাওয়া করে গুলিসহ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোরে পৌর শহরের মির্জাপুর আদিবাসীপাড়ায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবি ২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী।
বিজিবি কর্মকর্তা বলেন, ভারত থেকে অস্ত্র আসার খবর গোপন খবর পেয়ে বিজিবির কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা মির্জাপুর মোড়ে অবস্থান নেন।অস্ত্র চোরাকারবারির দল বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি তাদের ধাওয়া করলে চোরকারবারিরা একটি চটের ব্যাগ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি শুটারগান ও একটি গুলি পাওয়া যায়।