দুই কোরিয়ার সীমান্তে গোলা বিনিময়
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেনা স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে উত্তর কোরিয়া। জবাবে দক্ষিণ কোরিয়াও বেশ কয়েকটি পাল্টা গোলা নিক্ষেপ করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দেশ দুটির পশ্চিম সীমান্তের কাছে এ হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়া সেনা সদস্যরা দক্ষিণ কোরিয়ার ইনচিওনের সেনা স্থাপনা লক্ষ করে রকেট হামলা চালিয়েছে।
জবাবে দক্ষিণ কোরিয়াও বেশ কয়েকটি গোলা উত্তর কোরিয়ার সেনা সদস্যদের স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করেছে। এ ঘটনার পর দেশ দুটির সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এছাড়া পশ্চিম সীমান্ত সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া প্রশাসন।
এদিকে গোলা বিনিময়ের এ ঘটনার পর সিউলে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একটি জরুরি বৈঠক শুরু হয়েছে। চলতি বছর দুই কোরিয়ার মধ্যে এ নিয়ে বেশ কয়েকবার গোলা বিনিময়ের ঘটনা ঘটেছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর