Connecting You with the Truth

দুই রঙের খেলা: জহির রায়হানের বিরুদ্ধে মানববন্ধন, পরে নারী সাংবাদিককে টার্গেট

চট্টগ্রামে ঠিকাদার সমিতির দ্বিমুখী অবস্থান নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ভয়ভীতি দেখানোর অভিযোগ

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে কোটি কোটি টাকার টেন্ডারবিহীন কাজ ও দুর্নীতির অভিযোগে তদন্ত চলার মধ্যেই অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা এক নারী সাংবাদিককে টার্গেট করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ঠিকাদার সমিতি চট্টগ্রাম জোনের বিরুদ্ধে।

গত ১১ মে চট্টগ্রামে ঠিকাদার সমিতির নেতারা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে জহির রায়হানের অপসারণ দাবি করে নানা অনিয়মের অভিযোগ তোলেন। এরপর বিষয়টি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক আফসানা নূর নওশীন অনুসন্ধান শুরু করেন।

তবে অভিযোগ রয়েছে, মানববন্ধনের পরদিনই সমিতির একটি অংশ জহির রায়হানের সঙ্গে সমঝোতায় গিয়ে অবস্থান পরিবর্তন করে এবং সমিতির প্যাড ব্যবহার করে সাংবাদিক নওশীনের বিরুদ্ধে চিঠি প্রকাশ করে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপে ফোন করে ভয়ভীতি প্রদর্শন ও হেনস্তার অভিযোগও উঠেছে।

বিশেষ সূত্রে জানা গেছে, জহির রায়হানকে ‘সৎ’ প্রমাণ করতে সমিতির একটি অংশ নারী সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিও নিচ্ছে।

সাংবাদিক ও পেশাজীবী মহলের প্রশ্ন, ঠিকাদার সমিতির কাজ কি প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, নাকি সাংবাদিককে হেয় করা? এক সিনিয়র সাংবাদিক বলেন, “যেদিন ঠিকাদার সমিতি জহির রায়হানের অপসারণ দাবি করে মানববন্ধন করেছে, পরদিন তারাই সাংবাদিককে টার্গেট করেছে। এটা দ্বিমুখী নীতি।”

সাংবাদিক নেতাদের ভাষ্য, একজন নারী সাংবাদিককে এভাবে টার্গেট করা সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নারীর মর্যাদার ওপর সরাসরি আঘাত। তাদের মতে, ঠিকাদার সমিতির দায়িত্ব সঠিক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করা, কোনো সাংবাদিককে আক্রমণ করা নয়।

সাংবাদিক আফসানা নূর নওশীন জানিয়েছেন, তিনি আইনি নোটিশ, প্রেস কাউন্সিল ও মানবাধিকার কমিশনে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে ২৭ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় ঠিকাদার সমিতির সভাপতি আবদুল্লাহ আল টিটু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হকের বিরুদ্ধে হুমকি ও মানহানিকর আচরণের অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় চট্টগ্রামের সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। একইসঙ্গে প্রকৌশলী জহির রায়হানের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ব্যাহত করতে সাংবাদিককে টার্গেট করার ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে পেশাজীবী মহল।

Comments
Loading...