Connecting You with the Truth

স্লোভাকিয়ার দুটি এয়ারক্রাফটের মুখোমুখি সংঘর্ষ

দুটি এয়ারক্রাফটের মুখোমুখি সংঘর্ষআন্তর্জাতিক ডেস্ক  : মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুটি এয়ারক্রাফটের। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮ টার দিকে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিসলাভায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্লোভাকিয়ার স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী, প্যারাট্রুপারদের ট্রেনিং-এর জন্য নিবে যাওয়া হচ্ছিল এই এয়ারক্রাফটে। একটিতে ৪০ জন যাত্রী ছিলেন বলেও দাবি করা হয়েছে। কিছু যাত্রী প্যারাসুটের মাধ্যমে বেঁচে গিয়েছেন বলেও জানা গিয়েছে।

দুটি এয়ারক্রাফটে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট নয়। কি ধরনের এয়ারক্রাফটে এই দুর্ঘটনা ঘটেছে, তাও এখনো বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে দাবি করা হয়েছে দুটি স্পোর্টস প্লেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...