Connecting You with the Truth

দুটি নতুন বিমানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

plane-1428249172নতুন রুট চালুর পাশাপাশি বিমানে যাত্রী সেবার মান বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী সেবা হতে হবে আন্তর্জাতিক মানের। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হওয়া নতুন দুটি বিমানের উদ্বোধন করে তিনি এ কথা বলেন। ভবিষ্যতে সৈয়দপুর এবং কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

ময়ূরপঙ্খী আর মেঘদূত। রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন বিমানের নতুন দুই উড়োজাহাজ। বিদেশি একটি বিমান সংস্থা থেকে ভাড়া নেয়া ৭৬ আসনের ড্যাশ ৮ কিউ ৪০০ মডেলের এই উড়োজাহাজ দু’টি চলবে, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, কক্সবাজারসহ দেশের ভেতরে ৭টি গন্তব্যে। আর এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান।

রোববার এই বিমান দু’টির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পেশাদারিত্বের সাথে বিমানের কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়ে বলেন, বিমান, বাংলাদেশের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরে।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরে হোক কিংবা আন্তর্জাতিক ফ্লাইট হোক উভয় ক্ষেত্রে যাত্রীসেবা নিশ্চিত এবং আমাদের সুনাম রক্ষা করতে হবে। বিমানের রক্ষণাবেক্ষণ যাতে আরও সুন্দর ও আন্তর্জাতিক মানের হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যাত্রীদের বিশ্বাস ও আস্থা অর্জন করা যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ভুটানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর কথা মাথায় রেখে সৈয়দপুরে এবং বিদেশী পর্যটকদের সুবিধা বাড়াতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করার উদ্যোগ নেয়া হচ্ছে।

এ বছরের মধ্যে বিমান বহরে আরো দু’টি বোয়িং ৭৩৭ – ৮০০ বিমান যোগ হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।

Comments
Loading...