Connecting You with the Truth

দোয়ারাবাজারে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

IMG_20150905_172559

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার টেংরাটিলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মুক্তিযোদ্ধা প্রজন্ম ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশ নগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দিন এর পুত্র বাবুল মিয়া ও তার পরিবারেরলোকজনের উপর হামলা চালায় প্রতিপক্ষ একই গ্রামের আবুল কাসেম, ডা: মিজানুর রহমান, এখলাছ ফরাজীসহ তার আতœীয় স্বজন। এরই প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরমা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফয়েজ উদ্দিন আহমেদ, আব্দুল মজিদ বীরপ্রতিক, ইউপি সদস্যা শাহেদা আক্তার, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান, চাঁন মিয়া, শফি উদ্দিন, শাহজাহান মিয়া, সিদ্দিকুর রহমান,প্রমুখ। এসময় বক্তারা মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন।

Comments
Loading...