Connecting You with the Truth

দোয়ারাবাজার প্রেসক্লাবে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা কন্যা হাজেরা খাতুনের সংবাদ সম্মেলন

আশিস রহমান, দোয়ারাবাজার প্রতিনিধি: দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাবে রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে যোদ্ধাহত মুক্তিযোদ্ধার কন্যা সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী হাজেরা খাতুন,লিখিত অভিযোগ করে বলেন। একই গ্রামের হামিদা বেগম, আমার স্বামীর ক্রয়কৃত ভিটে বাড়িটি দখলের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন । তিনি তার লিখিত বক্তব্যে বলেন, হামিদার স্বামী হুমায়ুন কবির এর কাছ থেকে দোয়ারাবাজার সাবরেজিষ্টার কার্যালয়ে ২২/০৪/২০১৫ তারিখে ১৩৬৪/১৫ নং দলিল সাফ কবালা মুলে আমার স্বামী দালানঘর ও ২০ শতক জায়গা ক্রয় করেন। আমার স্বামীর ক্রয়কৃত বাড়িতে আমরা বসবাস করে আসছি। এখন হামিদার স্বামীর সাথে মনোমালিন্য হওয়াতে স্বামীর বিক্রি করা সে মেনে নিতে পারছে না । হামিদা বেগমের ভাই বাবুল মিয়া, বিএনপির ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সেই ধাপট দেখিয়ে আমাদের কে ঘর ছাড়তে হবে, না হয় ঘরের বদলে ১০ লাখ টাকা দিতে হবে অন্যতায় বড় ধরনের ক্ষতিতে পরতে হবে বলে প্রায়ই হুমকি দিয়ে আসত। গত ২৫ আগষ্ট সকাল বেলা হামিদা,তার ভাই সহ ৭/৮ জন লাঠিয়াল বাহিনীদের নিয়ে আমাদের বাড়িতে দখলের জন্য হামলা করলে এসময় উভয়ের মধ্যে মারামারি হয়। হামলা চালিয়ে আমাদের ঘরের দরজা জানালা ভাংচুর করে। আমরা মামলা করতে চাইলে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ও এলাকার মুরব্বি গন মিলে আমাদেরকে মামলা করা থেকে বিরত রাখেন এবং উভয়ের সম্মতি নেন, বিচার শালিসে মিমাংসা করে দিবেন বলে। এরই মধ্যে হামিদা বেগম আমাদেরকে হয়রানী করার জন্য আমাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দায়ের করে। হাজেরা খাতুন আরও বলেন, সম্মানিত সাংবাদিকবৃন্দের মাধ্যমে আমাদের সঠিক কথা গুলো যেন প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই দুষ্ট চক্রের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের জন্য আকুল আবেদন জানান তিনি।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...