Connecting You with the Truth

ধলাচান গাইলেন জেনিফার গোমেজ

বিনোদন প্রতিনিধি:
নোয়াখালীর মেয়ে জেনিফার গোমেজ নিয়ে এসেছেন তাঁর নতুন মিউজিক ভিডিও “ধলাচান”। বর্তমানে কানাডায় বসবাসরত জেনিফার ছোটবেলা থেকেই গান শিখে আসছেন। তিনি সঙ্গীতের তালিম নিয়েছেন ওস্তাদ অতুল চন্দ্র সূত্রধর, সাথী ব্লেক এবং সিস্টার রিটা’র কাছ থেকে। কানাডায় বসবাসের পাশাপাশি তিনি ফ্রেঞ্চ ভাষায় ডিপ্লোমা, হেয়ার ড্রেসিং, নার্সিং, রিয়েল এস্টেট এজেন্ট এবং বিজনেস ল-এ ডিপ্লোমা করেছেন। তবুও সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ অটুট রয়েছে।

সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরে “ধলাচান” মিউজিক ভিডিওর দৃশ্যধারণ শেষ হয়েছে। ভিডিওটির এডিটিং করেছেন টিপি দিপক এবং পরিচালনায় ছিলেন রানা বর্তমান। রানা বর্তমান বলেন,

“আজকাল মিউজিক ভিডিও নির্মাণ করি না, তবে এটি ব্যতিক্রম। আমার কবিতা থেকে গানটি তৈরি করা হয়েছে এবং সীমিত পরিসরে ভিডিওটি নির্মাণ করেছি। আশা করছি, দর্শকরা সঙ্গীতের পাশাপাশি ভিডিওটি দেখে বিনোদিত হবেন।”

গানটি প্রসঙ্গে জেনিফার গোমেজ বলেন, “কোনো বিশেষ উপলক্ষ ছাড়াই, বেশ বড় আয়োজন করে ‘ধলাচান’ তৈরি করেছি। নতুন বছরের শুরুতে রানা বর্তমান ভাইয়ের আরেকটি গান ‘স্বপ্নের আমার কষ্ট বড়’ রিলিজ করার পরিকল্পনা রয়েছে। এছাড়াও ভালোবাসা দিবসে একটি রোমান্টিক গান প্রকাশ করব, যার সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি।”

বৈশাখী মেলা উপলক্ষে ‘বাংলার মেলা’ নামের একটি গান তৈরি করেছেন জেনিফার। গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ এবং সুর করেছেন মোহাম্মদ মিলন। তিনি আরও জানান, “ইতোমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে, কেবল ‘ছেড়া মন’ গানের কণ্ঠ ধারণ বাকি। আমার ইউটিউব চ্যানেলে এই গানগুলো প্রকাশিত হবে। আশা করছি, দর্শকরা ভিডিওগুলো দেখে আনন্দ পাবেন।”

“ধলাচান” মিউজিক ভিডিওটি জেনিফার গোমেজের জন্য একটি বিশেষ সংযোজন। দর্শক ও শ্রোতারা সঙ্গীত এবং ভিডিও থেকে একইসাথে বিনোদন উপভোগ করবেন বলে আশা করা যায়।

Comments
Loading...