Connecting You with the Truth

ধামরাইয়ে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান আটক

ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সোরহাব হোসেনকে ধর্ষণের অভিযোগে আটক করেছে সাভার মডেল থানার পুলিশ। গত সোমবার গভীর রাতে তাকে আটক করা হয়। এর পর গত কাল মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সূয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোরহাব হোসেন বেটুয়াল গ্রামের মাতব চক্রবর্তীর মেয়ে নূপুর চক্রবর্তীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন হোটেলে নিয়ে অসামাজিক কর্মকাণ্ড করে আসছিল। প্রায়ই বিয়ের জন্য তাগিদ দিতে থাকে নূপুর। গত সোমবার সন্ধ্যায় পুনরায় বিয়ের কথা বলার পর চেয়ারম্যান সোরহাব উত্তেজিত হয়ে নূপুরকে বেধম মারধর করে। ঘটনার পর সোমবার রাত ৮টার দিকে চেয়ারম্যানের নামে সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করে নূপুর। পরে গভীর রাতে চেয়ারম্যানকে আটক করে সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হাশিম আলী। তবে মামলা করে আতঙ্কে দিন কাটাচ্ছে ধর্ষিতার পরিবার।
ধর্ষিতার মা ও ভাই জানান, চেয়ারম্যান সোরহাব প্রভাবশালী হওয়াতে আমরা ভয় পাচ্ছি। যেকোন সময় চেয়ারম্যানের লোকজন তাদের উপর হামলা করতে পারে বলে ধারণা করছেন তারা।
এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই হাশিম আলী বলেন, চেয়ারম্যান সোরহাব হোসেনকে ধর্ষণ মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments
Loading...