জাতীয়
ধামরাইয়ে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা, বন্দুকযুদ্ধে নিহত ১
নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার ধামরাইয়ে সোনালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। এসময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র্যাব। ভোররাতে ধামরাইবাজারে সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম মাসুদ।
আটককৃতরা হলো- সবুজ (৬২) শিলা (১৮), রুমান (২৫), রিয়াজ উদ্দিন (৪৮) এবং দশ বছরের এক শিশু। তারা সবাই গত ৩ মাস আগে ব্যাংকটির উপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।
র্যাব-৪ সূত্র জানায়, ধামরাইবাজারে চারতলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ওই ভবনের ছাদ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে ডাকাতরা। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট করার চেষ্টা চালায়।
এসময় র্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনটি ঘেরাও করে চারপাশে অবস্থান নেয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা ব্যাংকের ভিতর থেকে বের হওয়ার চেষ্টা চালায় এবং র্যাব সদস্যদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামের এক ডাকাত নিহত হয়। এ সময় দুই নারীসহ আটক করা পাঁচজনকে।
ধামরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নজমুল হক জানান, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত মাসুদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
র্যাব-৪ এর মেজর মাসুদুর রহমান জানান, তিন মাস আগে ডাকাত দলের সদস্যরা সোনালী ব্যাংকের ওই শাখার উপরের তৃতীয় তলার ফ্লোরটিতে বাসা ভাড়া নেয়। এরপর তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছাদ কেটে ব্যাংকের ভিতরে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েই ডাকাতি ঠেকাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডাকাত দলের সদস্য মাসুদ র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে নিহত হয় ডাকাত মাসুদ।
Branding
ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও মিলনমেলা
Highlights
ফরিদপুরে হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত
Highlights
রাজনৈতিক অস্থিরতা ও বিদেশী শক্তির হস্তক্ষেপ থেকে জাতিকে নিরাপদ রাখার শপথ কুমিল্লা হেযবুত তওহীদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস