Connecting You with the Truth

নকলে সহযোগিতা করায় লোহাগড়ায় ২ শিক্ষককে অব্যাহতি

নড়াইল প্রতিনিধি:
পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করায় নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর মাদরাসা কেন্দ্রে পরিদর্শক হিসেবে দায়িত্বরত দুই শিক্ষককে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন থেকে দুই বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
গত কাল ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালে এ অনৈতিক কার্যকলাপের জন্য তাদের এ শাস্তি দেয়া হয়। দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- জয়পুর আলিম মাদরাসার শিক্ষক জিল্লুর রহমান এবং আমাদা দাখিল মাদরাসার শিক্ষক জোহারা আক্তার।
সংশ্লিষ্টরা জানায়, লোহাগড়া উপজেলার জয়পুর মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে পরিদর্শনে যান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকতার হোসেন। এ সময় পরীক্ষার্থীকে নকলে সহায়তা করার সময় দায়িত্বরত শিক্ষক জিল্লুর রহমান ও জোহারা আক্তারকে হাতে নাতে আটক করেন তিনি। পরে, তাদেরকে পরীক্ষায় দায়িত্বপালন থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে দুই বছর তারা পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না বলে নির্দেশ দেন ইউএনও। ইউএনও মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...