নতুন বোমা ফাটালেন ক্যাটরিনা
বিনোদন ডেস্ক: রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক সবারই কম-বেশি জানা। আবার বলিউডের এই দুই তারকার বিচ্ছেদের সংবাদও এখন আর নতুন নয়। নতুন খবর হলো রণবীরের সঙ্গে ক্যাটরিনার কোনদিন প্রেমের সম্পর্কই ছিল না! হ্যাঁ, এমনটায় জানালেন বলিউড ভিভা ক্যাটরিনা কাইফ।
বলিউড পাড়ায় দু’জনের বিচ্ছেদের জল্পনা নিয়ে এখন জোর গুঞ্জন তখনই এমন বিস্ফোরক কথা বললেন সালমান খানের সাবেক এই প্রেমিকা। এবিপি নিউজের ‘প্রেস কনফারেন্স’ তিনি একথা বলেন।
এক প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, রণবীরের সঙ্গে তাঁর কোনো ব্রেকআপ হয়নি। কেননা, রণবীরের সঙ্গে তাঁর কোনো সম্পর্কও নেই।
ব্রেকআপের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে ক্যাটরিনা বলেন, এটা তো ভুল প্রশ্ন। কে বলেছে, রণবীরের সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে, আর কে বলেছে যে, রণবীরের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল।