নতুন ভোটার ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন
নিজস্ব প্রতিবেদক: হালনাগাদের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ভোটার হিসেবে ৪৪ লাখ ৩২ হাজার ৯২৭ জন অন্তর্ভুক্ত হয়েছেন। সবমিলে এখন দেশে ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জনে দাঁড়িয়েছে।রোববার ইসি সচিবালয়ে চূড়ান্ত এ ভোটার তালিকা প্রকাশ করা হয়। ইসি পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
হালনাগাদের আগে দেশে ভোটার সংখ্যা ছিল ৯ কোটি ৬২ লাখ এক হাজার ৪৯৭ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৫০.৩২ শতাংশ এবং নারী ভোটার ৪৯.৫৮ শতাংশ। পুরুষ ভোটার সংখ্যা ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন। ২০১৫ সালে হালনাগাদে মৃত ভোটার কর্তন করা হয়েছে ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটার ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন। অন্যদিকে নারী ভোটার ২ লাখ ৫০ হাজার ৭২ জন। নতুন ভোটারদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২৩ লাখ ৩২ হাজার ৬৯৫ জন এবং নারী ভোটার ২১ লাখ ২৩২ জন।