Connecting You with the Truth

নতুন রূপে গুগল লোগো

google-new-logo-

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তার হোম পেইজের নতুন লোগো উন্মোচন করেছে। নতুন এ লোগোতে সাদা ব্যাকগ্রাউন্ড দেয়া হয়েছে। তবে চার রঙয়ের অক্ষর ঠিক আগের মতোই রয়েছে।

এছাড়া ফন্ট ক্লাসেও পরিবর্তন আনা হয়েছে। নতুন লোগোতে ফুটিয়ে তোলা হয়েছে অ্যালফাবেটের লোগোও। এখন থেকে গুগলের লোগোর এই চার রঙ দেখা যাবে গুগল মাইক্রোফোনেও।

অর্থাৎ গুগলের যেসব সেবায় গুগল ভয়েস ব্যবহারের সুযোগ রয়েছে, সেখানে মাইক্রোফোনের ছবিতে এই চার রঙয়ের দেখা মিলবে। অ্যালফাবেটের অধীনে যাওয়ার তিন সপ্তাহের মাথায় এ পরিবর্তন আনলো গুগল।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের সেপ্টেম্বরে লোগো পরিবর্তন করেছিল গুগল।

 

বাংলাদেেশেরপত্র/ এডি/আর

Comments
Loading...