নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর জরিমানা নবাবগঞ্জ
প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩ মাদকসেবীর নিকট থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার বাজিতপুর নামক স্থান থেকে মাদকসহ উপজেলার পুটিমারা ইউনিয়নের শেরনগর গ্রামের মৃত সামাদ আলীর ছেলে সরোয়ার হোসেন, আফজাল হোসেনের ছেলে ডাবলু মিয়া ও মৃত কাশেমের ছেলে রুবেল মিয়াকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন সরোয়ারের ও ডাবলুর ৭ হাজার করে ১৪ হাজার এবং রুবেলের ১০ টাকা হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।