Connecting You with the Truth

নাইজেরিয়ায় পৃথক বোমা হামলায় নিহত ২১

Nigeria_sm_607162085আন্তর্জাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় পৃথক দু’টি বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কিছু লোক। শনিবার (১১ জানুয়ারি) দেশটির বর্নো রাজ্যের মাইদুগুরী ও যোবে রাজ্যে এ দু’টি হামলা চালানো হয়। নাইজেরিয়ান পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থাগুলো জানিয়েছে, মাইদুগুরীতে ১০ বছর বয়সী এক শিশু আত্মঘাতী হামলা চালালে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়। এরপর আরও ২০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরও ১৩ জনের। অবশ্য, মাত্র দশ বছর বয়সী এ শিশুকে ব্যবহার করে চালানো হামলার দায় স্বীকার করেনি বোকো হারাম বা অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠী। সংবাদ মাধ্যমগুলো জানায়, মাইদুগুরীর হামলার পর যোবের একটি এলাকায় পুলিশি তল্লাশি চলাকালে আরেকটি হামলা চালানো হয়। তবে সেই হামলা গাড়ি বোমা নিয়ে চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ আরও জানায়, তল্লাশি চলাকালে পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালালে এক পুলিশ সদস্যসহ দু’জন নিহত হয়।

Comments
Loading...