Connecting You with the Truth

নিউ ইয়র্কে গাড়ি দুর্ঘটনায় সাংবাদিক বব সিমন নিহত

xwto6ig3আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাংবাদিক সিবিএস নিউজের বব সিমন নিউ ইয়র্ক শহরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রাতে ভাড়া করা একটি ট্যাক্সিতে যাওয়ার সময় সিমনকে বহনকারী গাড়িটি সামনের অন্য একটি গাড়িকে সজোরে আঘাত করে রাস্তার পাশের একটি প্রাচীরে ধাক্কা লাগায়। নিউ ইয়র্কের ম্যানহাটনের পশ্চিমাংশে ঘটা এ দুর্ঘটনায় ৭৩ বছর বয়সী সিমন ঘটনাস্থলেই মারা যান বলে জানিয়েছে সিবিএস। পুরস্কারজয়ী এই সাংবাদিকের মৃত্যুর বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি সিবিএস। তিনি দীর্ঘদিন ধরে চ্যানেলটির “৬০ মিনিটস” অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, তাদের কর্মকর্তারা এ ধরনের একটি দুর্ঘটনার কথা জেনে সেখানে গেছেন। তবে পারিবারিক পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘটনায় নিহতের পরিচয় নিশ্চিত করতে অপারগতার কথা জানিয়েছে। পাঁচ দশকের কর্মজীবনে সিমন ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে গত রোববারও “৬০ মিনিটস” অনুষ্ঠানে অস্কার নমিনেশন পাওয়া পারিবারিক নাটক ‘সেলমা’ নিয়ে আলোচনা করেন। ১৯৯৬ সাল থেকেই ধারাবাহিকভাবে অনুষ্ঠানটির সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। ১৯৬০ এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বর্হিবিশ্বের সবগুলো যুদ্ধের সংবাদই তিনি কভার করেছেন। কর্মজীবনে অবদানের জন্য তিনি ২৭তম এমি পুরস্কার জয় করেছিলেন। বসনিয়া যুদ্ধের ওপর তার নির্মিত ‘শেইম অব সার্বিয়া’র জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আলফ্রেড ওয়ান দুপন্টে নাম ইলেট্রনিক সাংবাদিকতার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারও জিতেছিলেন তিনি।

Comments
Loading...