Connecting You with the Truth

নিরবের সাথে অমৃতার না

বিনোদন ডেস্ক:Nirob and Amrita Khan
বেশ ঢাক-ঢোল পিটিয়ে সিনেমায় নামার পর সম্প্রতি মুক্তি পেয়েছে অমৃতা খানের প্রথম ছবি ‘গেম’। মুক্তির প্রায় এক সপ্তাহ পার হলেও এখনও কোনো আলোচনায় আসেনি ছবিটি। এ নিয়ে যখন ছবির নায়ক নীরব ও অমৃতা বেশ হতাশ তখন দুজনের মুখোমুখি অবস্থান আবার আলোচনায় আনল তাদের। ঘণ্টাখানের আগে অভিনেত্রী অমৃতাকে উদ্দেশ্য করে অভিনেতা নীরব হোসেন তার ফেসবুক ষ্ট্যাটাসে লেখেন, তেলাপোকা একটা পাখি, উনিও আবার নায়িকা। আবার ওনারও নাকি আবার ঘোষণা। নিরবের এ ষ্ট্যাটাসের পেছনে রয়েছে অমৃতার একটি ঘোষণা। সম্প্রতি অমৃতা আর নিরবের সঙ্গে অভিনয় না করার ঘোষণা দেন। আর এ নিয়ে বেশ কয়েকটি মিডিয়ায় সংবাদও প্রকাশ পায়। এ খবর চোখে পরার পরই এমন মন্তব্য করলেন নিরব। অমৃতা সাংবাদিকদের বলেন, আমি এখন আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি। যদি আমি ঠিকভাবে কাজ করতে পারি তবেই আমি লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই নিরবের সঙ্গে আর কোনো ছবিতে আমি কাজ করবো না। এ নায়কের সঙ্গে আরও দুটি ছবির কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে। বাকি কাজও করবো কি না তা নিয়েও এখন ভাবছি।

Comments
Loading...