Connecting You with the Truth

নিরাপত্তা নিশ্চিত করে বিদেশে নারী শ্রমিক পাঠানোর দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মানববন্ধন-সমাবেশ

Capture রংপুর অফিস:   নিরাপত্তাসহ প্রয়োজনীয় আইনী সহায়তা নিশ্চিত করে সৌদি আরবসহ বিভিন্ন দেশে নারী শ্রমিকদের পাঠানোর দাবিতে ১৬ মার্চ বিকাল ৪ টায় বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন- সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র রংপুর জেলা কমিটির সদস্য আলো বেগমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বতৃতা করেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, নারীমুক্তি কেন্দ্রর জেলা কমিটির দপ্তর সম্পাদক কামরুন্নাহার খানম শিখা, জেলা সংগঠক নন্দিনী দাস, ফাহমিদা আহমেদ প্রিয়াংকা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, নিরাপত্তা ও আইনী সহায়তা নিশ্চিত করে বিদেশে নারী শ্রমিকদের পাঠানোর ব্যাপারে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানান।

Comments
Loading...