নেত্রকোনায় যুবলীগের আলোচনা সভা
নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলা যুবলীগের উদ্যোগে জেলা শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের নেতা যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি।
জেলা যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম পাপনের পরিচালনায় আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়ার রহমান খান, জেলা যুবলীগের সহ-সভাপতি সাইদুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ফারাস দীলিপ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ খান জনি, থানা যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি, সাধারণ সম্পাদক দেওয়ান জনি প্রমুখ।