নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির সভা
সদর প্রতিনিধি, নেত্রকোনা:
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ২০তম বার্ষিক সদস্য সভা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
গত কাল শুক্রবার এতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু তাহের, কোষাধ্যক্ষ শরীফ আল মারুফ।
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোর্ডের পরিচালক ও সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান খান জুলহাস, পরিচালক ও সচিব আবদুল মোনায়েম চৌধুরী, পরিচালক মো. আবদুস সালাম সরকার, পরিচালক গোলাম মোস্তফা, মহিলা পরিচালক সৈয়দা পারভীন আক্তার, নির্বাহী প্রকৌশলী বিরেন্দ্রনাথ সরকার প্রমুখ। পরে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধকারী গ্রাহকবৃন্দ থেকে লটারি ড্র-এর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।