নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা
বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইলে ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪র্থ বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইল, ঢাকা, জামালপুর, নওগাঁ, বগুড়া, ময়মনসিংহ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা ও সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৫ টি ঘোড়া অংশ নেয়।
৪ দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিনে শুক্রবার বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এ্যাড. মিজানুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ এশারত, আওয়ামী লীগের নেতা ইসাহাক আলী মোল্লা, নজরুল ইসলাম, তোজাম্মেল হোসেন ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম।
প্রতিযোগিতায় ‘ক’ গ্র“পে নাটোরের গুরুদাসপুরের মানিক হোসেনের ঘোড়া বঙ্গবীর, ‘খ’ গ্র“পে বড়াইগ্রামের সাতইলের কামরুজ্জামান স্বপনের ঘোড়া ‘সোনার বাংলা’ এবং ‘গ’ গ্র“পে বগুড়ার ধুনটের চান্দু মিয়ার ঘোড়া ‘বুলেট’ প্রথম হয়েছে।
পরে প্রধান অতিথি তিন গ্র“পে প্রথম স্থান অধিকারী তিনজনকে পুরস্কার হিসেবে ফ্রিজ, ২য় স্থান অধিকারীদের ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন ও তৃতীয় স্থান অধিকারীদের ডিভিডি প্লেয়ার তুলে দেন।