Connecting You with the Truth

পর্তুগালের আকাশে ‘ঈশ্বরের হাত’

hand-of-god-cloud-heaven-portugal-weather-nteb-933x445

অনলাইন ডেস্ক: ছবিতে যে আগুনের গোলাটি আকাশে ভাসতে দেখা যাচ্ছে সেটাকে উল্কাপিন্ড বলে মনে হতে পারে। কিন্তু আসলে এটা মেঘ! অনেকে এর নাম দিয়েছে ‘ঈশ্বরের হাত’।

সম্প্রতি পর্তুগালের মাদেইরা দ্বীপের ওপরে এই ধরনের মেঘ দেখতে পাওয়া যায়। আগুনের মতো রঙিন এই মেঘ দেখে হকচকিয়ে যান দ্বীপবাসীরা। তারা এই মেঘের নাম দিয়েছেন ‘the hand Of God’। মেঘের ছবি প্রকাশ্যে আসার পর তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। তবে কীভাবে এই ধরনের মেঘ তৈরি হল তার উত্তর এখনও পর্যন্ত অজানা রয়েছে বিজ্ঞানীদের কাছে। খবর: ডেইলি মেইল।

Comments
Loading...