Connecting You with the Truth

পর্দা উঠলো প্রতিবন্ধীদের নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের

Criঢাকায় শুরু হলো শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে পাঁচ জাতির আন্তর্জাতিক আইসিআরপি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।

বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্ট চলবে।

শারীরিক প্রতিবন্ধীরাও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন সেই বার্তা সারাবিশ্বের কাছে পৌঁছে দিতে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

যাতে সহায়তা করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। তবে বৃষ্টির কারণে খেলা এখনও শুরু হয়নি।

প্রধানমন্ত্রী ছাড়া টুর্নামেন্টের এ উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান প্রমুখ।

বাংলাদেশেরপত্র/ এডি/আর

Comments
Loading...