Connecting You with the Truth

‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’ পাকিস্তানে নিষিদ্ধ

kyaa-kool-hain-hum-3-banned-in-pakistaKyaa-Kool-Hain-Hum-3-movie-theatrical-trailer-e1450348121754

বিনোদন ডেস্ক:

চার পাঁচটি নয়। ভারতীয় সেন্সর বোর্ডের ৩৪ টি কার্টের পর ভারতে মুক্তি পেয়েছে ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’। তবে ভারত ‘কুল’ থাকলেও উমেশের সঙ্গে কুল হতে পারল না পাকিস্তান। ছবিটি কুরুচিকর, সাধারণের রুচির সঙ্গে বড্ড বেমানন তাই প্রতিবেশী দেশে নিষিদ্ধ হল ‘কেয়া কুল হ্যায় হাম থ্রি’।

সম্প্রতি এক বৈঠকে পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন ও তাদের প্রাদেশিক সেন্সর বোর্ডগুলি ছবিটি নিষিদ্ধ করে। সিবিএফসি-র প্রধান মোবাসির হাসানের বক্তব্য, ছবিটি আগাগোড়া অশালীন। নগ্নতায় ভরা, ডায়ালগেও কুরুচিকর, অশ্লীল বিষয়বস্তু রয়েছে। বোর্ড সরকারিভাবেই ছবিটি আমজনতাকে দেখানোর অনুমতি দেয়নি। ছবিটি প্রাপ্তবয়স্ক তকমা দিয়েও সর্বসাধারণের প্রদর্শনের অনুমতি দেওয়া যাচ্ছে না কারণ সর্বোপরি সেটি অশালীন।

গত শুক্রবার ভারতের সঙ্গে পাকিস্তানেও মুক্তি পেয়েছে তুষার-আফতাবের এই ছবিটি। পাকিস্তানের বেশ কিছু হলে ছবিটি চলছে। তবে প্রেক্ষাগৃহের মালিকদের। ছবিটি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মোবাসির হাসানের কথায়, আমরা ওই পরিবেশককে কারণ দর্শানোর নোটিস দিয়েছি। সংশ্লিষ্ট চ্যানেলের মাধ্যমে না গিয়ে ছবিটি আমদানি করে বিক্রি করায় তাঁকে চড়া জরিমানা দিতে হবে।

Comments
Loading...