Connecting You with the Truth

পাকিস্তানে বাস-লরি সংঘর্ষে নিহত ৫৭

image_113496আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের করাচি নগরীর কাছে তেলবাহি লরি ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতের এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন। সংঘর্ষের পর লরি ও বাস দুটি যানই আগুনে ভস্মিভূত হয়। করাচি’র জিন্না হাসপাতালের চিকিৎসক সেমি জামালি বলেছেন, “এ পর্যন্ত আমরা ৫৭টি মৃতদেহ গ্রহণ করেছি, কিন্তু প্রায় সব যাত্রীই পুড়ে যাওয়ায় ও অনেকেই একে অপরের সঙ্গে জড়াজড়ি করা অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।” জামালি জানিয়েছেন, অন্তত ছয়টি শিশুর মৃতদেহ তাদের মা বা আত্মীয়ের শরীরের সঙ্গে সেটে থাকায় দেহগুলো আলাদা করা যাচ্ছে না। “ডিএনএ পরীক্ষা ছাড়া তাদের পরিচয় সনাক্ত করারও কোনো উপায় নেই,” বলেছেন তিনি। যাত্রীবাহি বাসটি করাচি থেকে মহাসড়কের লিঙ্ক রোড ধরে শিকারপুর যাচ্ছিল, এমন সময় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি তেল ট্যাঙ্কার এসে বাসটিকে সরাসরি আঘাত করে। এতে দুটি যানেই আগুন ধরে যায়। বাসটির ছাঁদে থাকা যাত্রীরা ঝাঁপিয়ে পড়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ। তেলবাহি লরি চালকের অবহেলা এই দুর্ঘটনার কারণ বলে জানিয়েছেন করাচির পুলিশ কমিশনার শোয়িব সিদ্দিকি। লরিটিতে পেট্রল থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন তিনি। দুর্ঘটনার পর লরি চালক পালিয়ে যান বলে জানা গেছে। পাকিস্তানে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার খুব বেশি। প্রতি বছর প্রায় নয় হাজার সড়ক দুর্ঘটনায় গড়ে ৪,৫০০ লোকের মৃত্যু হয়।

Comments
Loading...