পাকিস্তান সিরিজে নতুন মুখ
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা দলে পরিবর্তন আনা হলো। পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে আনা হলো নতুন মুখ। প্রথম দুই ওয়ানডের জন্য ওপেনার রনি তালুকদারকে অন্তর্ভুক্ত করে ঘোষণা করা হলো ১৪ সদস্যের বাংলাদেশ দল। দল থেকে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম, শফিউল, ইমরুল কায়েস। দলে ফিরেছেন পেসার আবুল হাসান রাজু। ১৭ এপ্রিল থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সফরকারী পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে একটি টি২০ এবং দু ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নেবে বাংলাদেশি ক্রিকেট দল।