Connecting You with the Truth

পানামায় ঐতিহাসিক বৈঠকে বসছেন  ওবামা-রাউল

20150410_castroobama_afpreutersআন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। শুক্রবার পানামায় আমেরিকান দেশগুলির সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বৈরী অবস্থানে থাকা দেশ দুটির নেতারা। ১৯৫৯ সালের পর এবারই প্রথম মার্কিন কোন রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে কিউবা। শুক্রবার পানামায় শুরু হয়েছে আমেরিকান দেশগুলির সম্মেলন। দুদিনব্যাপী এ সম্মেলনে ২১ বছর পর যোগ দিচ্ছে কিউবা। সম্মেলনের ফাঁকে ওবামা-রাউল বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে বৈঠকে আমেরিকার সন্ত্রাসী দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দেয়ার বিষয়টি আলোচনা হবে। ইতোমধ্যে অবশ্য হোয়াইট হাউজ ইঙ্গিত দিয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তালিকা থেকে কিউবাকে বাদ দেয়ার সুপারিশ করেছে। এখন কেবল কংগ্রেসের উথাপন বাকী। উথাপনের ৪৫ দিনের মধ্যে কংগ্রেস সিদ্ধান্ত জানাবে তালিকা থেকে কিউবা বাদ দেয়া হবে কী হবে না। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দেশের তালিকা থেকে কিউবা মুক্ত হলে হাভানার সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের পথে বড় ধরনের একটি বাধা দূর হবে। কিউবায় যুক্তরাষ্ট্রের দূতাবাস নতুন করে খোলার পথ সুগম হবে। গত ৫৪ বছর ধরে যা বন্ধ আছে। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে অনেক বছরের শত্র“তার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে গত বছর থেকে। ইতিমধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। কিউবার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বন্দি বিনিময়ও হয়েছে। এবার কিউবা সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত হতে চলেছে। ১৯৮২ সালে কিউবাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। ওবামা বলেছেন, “পররাষ্ট্রবিভাগের পর্যালোচনার পর বিষয়টি এখন হোয়াইট হাউজের পর্যালোচনাধীনে আছে। এ প্রক্রিয়া শেষে একটি সুপারিশ আমার কাছে আসবে। সেটি এখনো আসেনি।” ওবামা কিউবাকে এ তালিকা থেকে মুক্ত করবেন বলে আগেই জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র-কিউবা  টানাপোড়েনের সম্পর্ক গত ডিসেম্বরে পুনর্প্রতিষ্ঠার ঘোষণা দেয় দুই দেশ। এরপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। আর সর্বশেষ দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে শুক্রবার। বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্র“নো রডরিগুয়েজ। ৫০ বছরেরও বেশি সময় পর দেশ দুটির মধ্যে এরকম উচ্চ পর্যায়ে বৈঠক হল।

Comments
Loading...