দেশজুড়ে
পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪ তম জন্মবার্ষিকী পালন
মনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগি সংগঠন এবং পারিবারিকভাবে নানা কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসুচির মধ্যে ছিলো ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী, ম্মৃতিচারণমুলক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল থেকে উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর গ্রামস্থ পারিবারিক কনবস্থানে এমএ ওয়াজেদ মিয়ার কবরে, জাতীয় সংসদের স্পীকার ড.শিরীন শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা মহিলা আ’লীগের নেতৃবৃন্দ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জেলা ছাত্রলীগ, দিনাজপুর শিক্ষা বোর্ড, ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন, পীরগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সমুহের নেতৃবৃন্দ ড. এমএ ওয়াজেদ মিয়ার কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এদিন সকাল থেকে বরেন্য ব্যক্তি বর্গ ছাড়াও জেলা ও উপজেলার সাধারণ মানুষের পদচারনায় জয়সদন এলাকা মুখরিত হয়। দুপুরে জয় সদন চত্বরে পীরগঞ্জ উপজেলা আ’লীগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক-নুরুল আমিন রাজা’র সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় স্মৃতিচারনমুলক আলোচনায় অংশ গ্রহন করেন- দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান-ড. আহমেদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার-আব্দুল মমিন আকন্দ, চতরা ইউনিয়ন আ’লীগের সভাপতি গোলাম হোসেন মন্ডল প্রমুখ। এ সময় ড.এমএ ওয়াজেদ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও রংপুর জেলা আ’লীগের সহসভাপতি-একেএম ছায়াদৎ হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, উপজেলা নির্বাহী অফিসার-এসএম মাজহারুল ইসলাম, অফিসার ইনচার্জ রেজাউল করিম, নবাগত ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক-মনোয়ার হোসেন লিটন, জাপা নেতা-নুরে আলম যাদু, পীরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক-সর্দার নুরুন্নবী রবুসহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
উলেখ্য, ড. এমএ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালে ১৬ ফেব্র“য়ারী বুধবার উপজেলার ঐতিহ্যবাহী ফতেপুর গ্রামে সম্ভান্ত— মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তার বাবা আব্দুল কাদের ও মাতা-ময়জন নেছা। তিনি ২০০৯ সালের ৯ মে মারা যান। ১৯৬৭ সালে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার সাথে তার বিয়ে হয়।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস