পীরগাছায় দুর্নীতি প্রতিরোধ র্যালি ও আলোচনা সভা
পীরগাছা প্রতিনিধি, রংপুর:
রংপুরের পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা সদরে প্রধান সড়কগুলোতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত কাল ইউএনও কার্যালয়ে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন অনু, উপজেলা প্রকৌশলী নূরুল ইসলাম, পীরগাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম, ওসি তদন্ত আতিয়ার রহমান, কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোজাহেদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়া, পীরগাছা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা হেলেন, মুক্তিযোদ্ধা আব্দুর রউল আনছারি প্রমুখ। সভায় বক্তাগণ দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করে বক্তব্য রাখেন।